আবার চীনে দেখা দিল নতুন আতঙ্ক

আজ থেকে গত দুবছর আগে থেকে শুরু হয়েছে করোনা সংক্রমণের তান্ডব। ২০১৯ সালের শেষ দিক থেকে পৃথিবী কার্যত বদলে গিয়েছে। বেঁচে থাকার পদ্ধতিতে পরিবর্তন এসে গিয়েছে করোনা ভাইরাসের উপদ্রবের জন্য। চিন থেকে এই ভাইরাসের উৎপত্তি এবং সেই দেশ থেকেই তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখনও ভাইরাস থেকে মুক্তি মেলেনি উলটে আরও সংক্রমণের ঢেউ আসছে। এমনিতেই এই পরিস্থিতিতে নাজেহাল অবস্থা সকলের, কবে এর থেকে রেহাই মিলবে কেউ জানে না। কিন্তু এরই মাঝে আবার নতুন করে আতঙ্ক বৃদ্ধি হল। আতঙ্ক বাড়াল সেই চিন-ই। কারণ সেখানেই বিরল বার্ড ফ্লু’র হদিশ মিলেছে যা পাখি থেকে ছড়িয়েছে মানব দেহে।

চলতি সপ্তাহেই জানা গিয়েছে যে, চিনের হেনান প্রদেশে এই বার্ড ফ্লু’র সংক্রমণ ঘটেছে। চার বছরের এক শিশুর শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে যাকে বলা হচ্ছে ‘H3N8’। এর আগে মানুষের শরীরে এই সংক্রমণ কখনই লক্ষ্য করা যায়নি। তবে কী ভাবে ছড়াল এই সংক্রমণ? খবর মিলেছে, যে শিশু আক্রান্ত হয়েছে তার বাড়িতে কাক, মুরগি আছে। অনুমান করা হচ্ছে, তাদের থেকে মানব শরীরে সংক্রমণ ছড়িয়েছে। এতদিন প্রাণী থেকে অন্য প্রাণীর শরীরে এই বার্ড ফ্লু’র ভাইরাস মিলত। ঘোড়া, কুকুর সহ বিভিন্ন প্রজাতির পাখি এই ভাইরাসে সংক্রমিত হত। কিন্তু এখন তাদের থেকে মানুষের শরীরে ভাইরাস প্রবেশ করতে পারছে, আর এটাই শঙ্কা বাড়িয়েছে বিশেষজ্ঞ মহলের। এখন কি তবে মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়াতে শুরু করবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে।

তবে এই ফ্লু’তে আক্রান্ত হলে উপসর্গ কী থাকে? জানা গিয়েছে, যে শিশু আক্রান্ত হয়েছে তার জ্বর, কাশি সহ অন্যান্য নানা উপসর্গ রয়েছে। তাকে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা করা হবে বলেই খবর। কী ভাবে এই সংক্রমণ, তা আদৌ অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে কিনা তা জানার চেষ্টায় লেগে পড়েছে বিজ্ঞানীরা। কারণ তা হলে আবার করোনার মতো নতুন করে ত্রাস সৃষ্টি হতে বেশি সময় লাগবে না।