নাজেহাল করা গরমে পুড়ছে সাধারণ মানুষ। দাবদাহে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তারমধ্যেই মুম্বইবাসীদের জন্য সুখবর। জানা গিয়েছে, মুম্বইয়ে শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের যাত্রীদের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই খবর নিঃসন্দেহে মুম্বইয়ের শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের যাত্রীদের স্বস্তি দেবে।
রেল প্রতিমন্ত্রী রাওসাহেব ডানবে শুক্রবার বইকুল্লা রেলস্টেশনের সংস্কারের পর সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই তিনি মুম্বইয়ের শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের ভাড়া কমানোর ঘোষণা করেন। জানা গিয়েছে, সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলওয়েতে এসি লোকাল ট্রেনের পরিবর্তিত ভাড়া কার্যকর হবে। যেমন, চার্জগেট থেকে বিরার পর্যন্ত এসি লোকাল ট্রেনের ভাড়া ২১০ টাকা। তা কমে ১০৫ টাকা হবে। চার্চগেট থেকে বান্দ্রা পর্যন্ত ভাড়া ৯০ টাকা। তা কমে ৪৫ টাকা হবে।
তিনি জানিয়েছেন, এই ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে দ্রুত এই ভাড়া কমানোর বিষয়টি জানানো হবে। এতদিন বিভিন্ন মহল থেকে এই ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ কমানোর দাবি উঠেছিল। ভাড়া একেবারে ৫০ শতাংশ কমানো হল। মন্ত্রী বলেন, সাধারণ মানুষ অনেকদিন ধরেই এসি লোকাল ট্রেনের ভাড়া কমানোর দাবি করছেন। সেই দাবি মাথায় রেখে রেলের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়। তারপর এই ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল এসি ট্রেনের সিঙ্গল জার্নির ক্ষেত্রে রেলের তরফে ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।