নয়া বিজ্ঞপ্তি জারি

Estimated read time 1 min read

বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। যে কোনও শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে। এরপরেই আসে উচ্চমাধ্যমিকের নাম। এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সিলেবাসেই যুক্ত হল দু’টি নতুন বই।

ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে দু’টি বই যুক্ত করা হয়েছে তা যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের লেখা। মাধ্যমিক পড়ুয়াদের নেতাজির লেখা ‘তরুণের স্বপ্ন’ এবং উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বামীজির লেখা ‘কোন টু নেশন’ বইটি পড়তে হবে।

নেতাজির লেখা ‘তরুণের স্বপ্ন’ বইয়ে স্বাধীনতার সময়কার অসম পটভূমি সম্পর্কে তুলে ধরা হয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের পড়তে হবে স্বামীজির লেখা ‘কল টু নেশন’। যুব সমাজের নৈতিক আচার, নৈতিকতা, সু-চরিত্র গঠনের ওপর এই বই লেখা হয়েছে। শিক্ষার্থীরা এই বই পড়লে বাস্তব জীবনের ভিত্তিতে তাঁরা অনেক জ্ঞান লাভ করতে পারবে বলে মনে করা হচ্ছে।

You May Also Like

More From Author