শত্রুর প্রতিটি পদক্ষেপে নজর রাখতে নয়া লঞ্চ ভারতের তরফে

অগ্রগতির দিকে এগোচ্ছে ভারত, এবার ফের একটি গুরুত্বপূর্ণ সফল উৎক্ষেপণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করল ISRO। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ISRO নেভিগেশন স্যাটেলাইট NVS-1-এর সফল উৎক্ষেপণ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মহাকাশযানটি হল নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন সিরিজের অংশ।

ISRO এটির মাধ্যমে পর্যবেক্ষণ ও নেভিগেশনের ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে চায়। উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই মহাকাশ সংস্থা একটি দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজ চালু করার পরিকল্পনা করেছে। যা NavIC (GPS-এর মতো ভারতের দেশীয় নেভিগেশন সিস্টেম)-এর পরিষেবাগুলির ধারাবাহিকতা নিশ্চিত করবে।

এই স্যাটেলাইটটি ভারত এবং তার মূল ভূখণ্ডের আশেপাশে প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় রিয়েল-টাইম অবস্থান এবং সময় সংক্রান্ত পরিষেবা প্রদান করবে। ISRO জানিয়েছে, এই উৎক্ষেপণের প্রায় ২০ মিনিট পরে, রকেটটি স্যাটেলাইটটিকে প্রায় ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে (GTO) স্থাপন করে।