অগ্রগতির দিকে এগোচ্ছে ভারত, এবার ফের একটি গুরুত্বপূর্ণ সফল উৎক্ষেপণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করল ISRO। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ISRO নেভিগেশন স্যাটেলাইট NVS-1-এর সফল উৎক্ষেপণ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মহাকাশযানটি হল নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন সিরিজের অংশ।
ISRO এটির মাধ্যমে পর্যবেক্ষণ ও নেভিগেশনের ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে চায়। উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই মহাকাশ সংস্থা একটি দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজ চালু করার পরিকল্পনা করেছে। যা NavIC (GPS-এর মতো ভারতের দেশীয় নেভিগেশন সিস্টেম)-এর পরিষেবাগুলির ধারাবাহিকতা নিশ্চিত করবে।
এই স্যাটেলাইটটি ভারত এবং তার মূল ভূখণ্ডের আশেপাশে প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় রিয়েল-টাইম অবস্থান এবং সময় সংক্রান্ত পরিষেবা প্রদান করবে। ISRO জানিয়েছে, এই উৎক্ষেপণের প্রায় ২০ মিনিট পরে, রকেটটি স্যাটেলাইটটিকে প্রায় ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে (GTO) স্থাপন করে।