সংস্কারের পর নবরূপে উদ্বোধন করা হল নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্ট

শিলিগুড়ি : সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করা হয়। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিচারপতি কলকাতা হাইকোর্ট বিশ্বজিৎ বসু, জলপাইগুড়ির জেলা জজ অরুণ কিরণ ব্যানার্জী। এডিআরএম, রেলওয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সর্দার।সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

শনিবার বিচারপতি কোর্টের উদ্বোধনের পাশাপাশি পরিকাঠামো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। রেলে ঘটে চলা অপরাধ থেকে টিকিট না কেটে সফর সহ বিভিন্ন মামলার শুনানি রেলওয়ে কোর্টে হয়ে থাকে। তথ্য বলছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতিবছর প্রায় দুই থেকে আড়াই হাজার মামলা রুজু হয়। পাশাপাশি প্রায় সেই সংখ্যক মামলার নিষ্পত্তি সেই কোর্টে হয়।

মালদা থেকে গোয়াহাটি পর্যন্ত বিভিন্ন মামলা সংশ্লিষ্ট কোর্টে রুজু হয়ে আসছে। ১৯৮১ সালে চালু হওয়া কোর্টটিতে বিভিন্ন ধরে পরিকাঠামোগত সমস্যা দেখা দেয়। এরপরই পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়। বিচারপতি  বিশ্বজিৎ বসু বলেন, ‘ম্যাজিস্ট্রেট কোর্ট খুব ভাল কাজ করছে। আশা করছি এর মাধ্যমে কোর্ট ও রেলের আয় বাড়বে।’