রাজ্যের মধ্যে অন্যতম ঘটনা রামপুরহাটের বগটুই কাণ্ড। এই ঘটনায় এই নিয়ে এবার আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বগটুইয়ে ক্ষতিগ্রস্তদের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আসলে বগটুই কাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আদালতের।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে এই মামলায় দাবি করেছিলেন যে, চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে বগটুই তদন্ত প্রভাবিত হবে। সেই কারণেই এর বিরোধিতা করেন তিনি। অন্যদিকে, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকেও আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে।
ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের না জানিয়ে এই মামলা দায়ের হয়েছে এবং তাদেরকেও যেন এই মামলায় সংযুক্ত করা হয়। তাই প্রধান বিচারপতির নির্দেশ, ক্ষতিগ্রস্তদের মামলায় সংযুক্ত করতে হবে।
আগামী তিন সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্তদের আবেদন সংক্রান্ত বিষয়ে যদি কোনও বক্তব্য থাকে তা এই মামলার মূল আবেদনকারী হলফনামা দিয়ে আদালতকে জানাবেন।
এই মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর। সিবিআই অনেক আগেই দাবি করেছিল যে, বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে তা থামানো যেত। থামাতে পারতেন খোদ আনারুল। কিন্তু তিনি তা করেননি।
অগ্নিকাণ্ড রুখতে তিনি কোনও পদক্ষেপ নেননি, পুলিশও ডাকতে দেননি। কিন্তু গ্রেফতার হওয়ার প্রথম দিন থেকেই আনারুলের দাবি ছিল তিনি নির্দোষ। তাঁকে এই কাণ্ডে ফাঁসানো হয়েছে।