শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই একগুচ্ছ নয়া নির্দেশ দিল রাজ্য সরকার। কদিন আগেই রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষকদের জন্য কয়েক দফা নির্দেশ জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তরফে। এবার রাজ্যের কোন স্কুলে কত পড়ুয়া রয়েছে, কত শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা কত, সে বিষয়ে তথ্য চাইল শিক্ষা দফতর।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের কোন স্কুলে কত পড়ুয়া সেই সংখ্যা একইসাথে স্কুলগুলিতে উপস্থিত শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা জানাতে হবে। কোন স্কুলে কত শূন্যপদ অর্থাৎ ফাঁকা পদ রয়েছে সেই সংক্রান্ত তথ্যও তলব করেছে শিক্ষা দফতর। জমা দিতে হবে জেলা স্কুল পরিদর্শকের কাছে। বিকাশ ভবনে পৌঁছবে সেই রিপোর্ট।
রাজ্যের প্রায় ২৫০ এর কাছাকাছি স্কুলে ছাত্র ভর্তির হার শূন্যের সমান। তবে এমন নয় যে সেখানে কোনো শিক্ষক নেই। সেই সব স্কুল পিছুও রয়েছেন পাঁচ-ছয় জন করে শিক্ষক। পড়ুয়া সংখ্যার অনুপাতে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় ১২০০ এর অধিক শিক্ষক রয়েছেন। এই অবস্থায় তাদের বদলির কথা ভাবছে রাজ্য। তাই সমস্ত তথ্য হাতে পেতে চাইছে শিক্ষা দফতর।