নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদের জন্য

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর রাজ্যে সরকারের তরফে। সরকারি হোক বা বেসরকারি, স্কুলে বাচ্চাদের যাতায়াতের জন্য পুলকারের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে বিভিন্ন সময় গোটা রাজ্যজুড়েই স্কুলবাস ও পুলকার নিয়ে নানা সময় নানা ধরনের অভিযোগ সামনে এসেছে।

এবার সকল মুশকিল আসান করতে বড় পদক্ষেপ নিল সরকার, বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী, পুলকারগুলিকে হলুদ ও নীল রঙ দিয়ে আলাদা করে চিহ্নিত করতে হবে। রাখতে হবে প্রয়োজনীয় বৈধ কাগজ। করা যাবে না কালো কাঁচের ব্যবহার। বাইরে থেকে যাতে পড়ুয়াদের দেখা যায় তার জন্য স্বচ্ছ কাঁচ রাখতে হবে।

পড়ুয়াদের সুবিধার জন্য গাড়িতে প্রাথমিক চিকিৎসার জন্য বাক্স অর্থাৎ ফার্স্ট এড বক্স, ব্যাগ রাখার মতো জায়গাও। পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য অগ্নিনির্বাপক যন্ত্র। পাশাপাশি বাসগুলিতে যাতে ভেহিকেল লোকেশন ট্র্য়াকিং ডিভাইস বসানো থাকে সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে।