প্রতিনিয়ত বেড়ে চলছে পেট্রল ডিজেলের দাম। এবার এই দাম নিয়ন্ত্রনেই নতুন উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে। পেট্রল, ডিজেল, এটিএফ, ক্রুড ওয়েল মিলিয়ে জ্বালানি রফতানিতে শুল্ক বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার।
বিশেষজ্ঞদের অনুমান, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, লিটার প্রতি পেট্রোলে শুল্ক বৃদ্ধি করা হয়েছে ৫ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে তা করা হয়েছে ১২ টাকা। এটিএফ-এর ক্ষেত্রে রফতানি শুল্ক বেড়েছে ৬ টাকা।
দেশের বাজারে যাতে জ্বালানির পরিমাণ কোনও ভাবেই কমে না যায়, স্টক যাতে বজায় থাকে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তেল সংস্থাগুলিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোম্পানিগুলি বাইরে থেকে অপরিশোধিত তেল আমদানি করে আবার বিদেশের বাজারে বিক্রি করে তাদের ওই আমদানি করা তেলের ৫০ শতাংশ দেশের বাজারে বিক্রি করতে হবে।
এছাড়া আরও জানান হয়েছে, আমদানি করা তেল ফের বাইরে রফতানি করার ব্যবসায় ক্ষেত্রে প্রতি টনে প্রায় ২৪ হাজার টাকা অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে।
কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য কী দেশের বাজারে জ্বালানির দাম আবার বাড়বে? বিশেষজ্ঞদের মত, এর সম্ভাবনা খুবই কম। কারণ কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশের কোষাগারে টাকা ঢুকবে এবং জ্বালানির পরিমাণও বজায় থাকবে। তাই দাম বাড়ার পরিস্থিতি কোনও ভাবে তৈরি হবে না।