দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে এবার থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস৷ এই ট্রেনে যাত্রী সুরক্ষায় রাখা হচ্ছে সিসি টিভি ক্যামেরা৷ তবে শুধু বন্দে ভারত নয়, এবার থেকে দেশের সব প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনেই থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা৷ পাশাপাশি সাধারণ এক্সপ্রেস, লোকাল বা সাধারণ প্যাসেঞ্জার ট্রেনেও সিসি ক্যামেরা বসানো নিয়ে আলোচনা চলছে৷
রেলের তরফে ইতিমধ্যেই এক বেসরকারি সংস্থাকে সিসি ক্যামেরার বরাত দেওয়া হয়েছে। রিপোর্টে অনুযায়ী, ৭০৫ কোটি টাকা ব্যয়ে মোট ১৫ হাজার কোচে ক্যামেরা বসানোর বরাত দিয়েছে রেল। এর মধ্যে শতাব্দী, দুরন্ত, বা রাজধানী এক্সপ্রেসের মতো প্রথম সারির ট্রেনগুলি তো আছেই, পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় চলে আসবে লোকালও৷ অর্থাৎ EMU এবং DMU ট্রেনের প্রায় ১৪ হাজার ৩৮৭টি কোচে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে রেল৷
ইতিমধ্যেই বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের ২ হাজার ৯৩০টি কামরায় সিসি ক্যামেরা বসানো হয়ে গিয়েছে৷ রেল সূত্রে জানা গিয়েছে, এই সিসি ক্যামেরাগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। যার লেন্সে সহজেই স্পষ্ট ধারা পড়বে প্রত্যেকের মুখ৷ এই ক্যামেরাগুলিতে উচ্চ রেজোলিউশন এবং অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। এগুলির সাহায্যে আরপিএফ আউটপোস্ট থেকে নজরদারি চালানো হবে৷ পাশাপাশি ডিভিশনাল এবং জোনাল রেলওয়ে দফতরের ক্যামেরাগুলিতে নজরদারি চলবে৷