সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ওই সময় আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা করার পরিকল্পনায় নাম জড়িয়েছিল ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের।
সেইসময় এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাড়া পেয়েছেন এই নেতা। তবে এবার আবার শিরোনামে তিনি। প্রসঙ্গত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এবার কলতানের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ করতে চলেছে রাজ্য। এই ডিওয়াইএফআই নেতার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে চাইছে পুলিশ। যা নিয়ে আরও একবার হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য।
জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। আরজি কর আন্দোলনের সময় প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা সল্টলেকের স্বাস্থ্যভবনের বাইরে অবস্থানে বসেছিলেন। ঘটনার তদন্তে নেমে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জেরার মুখে পড়ে ওই ব্যক্তি কলতান দাশগুপ্তের নাম নেন।