তিন মাসের কাছাকাছি পৌঁছালেও এখনো শিথিল হয় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি। অবিরাম গতিতে চলছে যুদ্ধ। এরই মাঝে প্রকাশ্যে এলো নতুন তথ্য। ‘পার্কিনসন্স’ রোগ তো বটেই ক্যানসারেও আক্রান্ত তিনি। এমনটাই জানা গিয়েছিল রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে। এবার আরও বড় রকমের তথ্য সামনে এল যা নিয়ে বিরাট হইচই। এক রুশ গুপ্তচর দাবি করেছেন যে, আর মাত্র ৩ বছরই বাঁচবেন পুতিন। রুশ গুপ্তচরের গোপন বার্তা ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে এবং তা তোলপাড় ফেলেছে বিশ্বে।
রুশ গুপ্তচর সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’-এর এক গোয়েন্দা আধিকারিক দাবি করেছেন যে, ভ্লাদিমির পুতিন বড়জোর তিন বছর বাঁচবেন আর। রুশ প্রেসিডেন্টের দৃষ্টিশক্তিও নাকি ক্রমে দুর্বল হয়ে আসছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিগত কিছুদিন ধরেই ব্যাপক জল্পনা বৃদ্ধি পেয়েছে। কয়েক সপ্তাহ আগে তাঁর কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাঁকে প্রকৃতিস্থ নয় বলেই দাবি করা হয়েছিল। অনেকেই মনে করছিলেন যে তিনি ‘পার্কিনসন্স’ রোগে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ক্যানসার সম্পর্কেও জানা গিয়েছিল। এখন তো সবথেকে বড় চর্চার বিষয়।
যদিও পুতিনের শারীরিক পরিস্থিতি নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি স্পষ্ট বলেন, পুতিনের কোনও শারীরিক সমস্যা নেই। মানসিকভাবে সুস্থ মানুষ তাঁর শরীরে রোগের কোনও উপসর্গ খুঁজে পাবেন না। খুব শীঘ্রই তিনি ৭০ হবেন, টিভিতে ভাষণ দেবেন। এদিকে সম্প্রতি যে খবর সামনে এসেছে তা হল, ৬৯ বছর বয়সে বাবা হচ্ছেন পুতিন। তাঁর সিক্রেট গার্লফ্রেন্ড আলিনা কাবায়েভা তাদের সন্তানের মা হবেন। যদিও এই বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখ খোলেননি।