বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে যখন শেষ পর্যায়ের তদন্ত চলছে বলে জানিয়েছে ইডি-সিবিআই, সেই সময়ই সামনে নতুন তথ্য।
পাহাড়েও জিটিএ অন্তর্ভুক্ত এলাকাতেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে এনেছে সিআইডি। সম্প্রতি জিটিএ নিয়োগ দুর্নীতিতে এক রহস্যময় চিঠি সামনে এনেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। যাতে নাম রয়েছে তৃণমূলের ছাত্রনেতাদের।
নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের পাশাপাশ টিএমসিপি-র সহ সভাপতি তৃণমূল ছাত্র নেত্রী রাজন্যা হালদাদের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও। নাম জড়িয়েছে হাবরা পুরসভার তৃণমূল কাউন্সিলর বুবাই বোসের। সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করেছে সিআইডি।