শাহজাহানের বিরুদ্ধে নয়া তথ্য

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। এবার সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের বিরুদ্ধে কয়লা কারবারের কথা ফাঁস করল ইডি। মুখ খুলেছেন সন্দেশখালির একাধিক ইটভাটার মালিকরাও।

জানা যাচ্ছে, নিম্ন মানের কয়লা বেশি দামে বিক্রি করতেন শাহজাহান। সন্দেশখালির এই ইট ভাটার মালিক বলেন, ‘দাদার হুকুম ছিল, তাঁর থেকেই কয়লা কিনতে হবে’। ED-র দাবি, সন্দেশখালির ‘বাঘে’র এই হুকুম মানতে কার্যত বাধ্য ছিলেন স্থানীয় ইটভাটার মালিকরা।

সন্দেশখালি, ন্যাজাট অঞ্চলের প্রায় ২৯টি ইটভাটার মালিক শাহজাহানের কাছ থেকে কয়লা কিনতেন বলে খবর। এক বছরে এক একটি ইট ভাটায় ৫ থেকে ১০ লক্ষ টন ইট তৈরি হয়। ২০১৬ সাল থেকে ২০২১ সাল অবধি কয়লা কারবার চলেছিল শাহজাহানের। এরপর ED কয়লা পাচারের তদন্তে নামতেই তিনি সেই কারবার বন্ধ করে দেন বলে খবর।