নতুন সংক্রমণের হদিশ মিলল দেশে

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বিএফ.৭ নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে। চিনে এই প্রজাতি নতুন রূপে মহামারি শুরু করেছে। এবার চিন্তা আরও বাড়ল, কারণ সম্প্রতি চিন থেকে আসা এক ব্যক্তির করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর সোয়াবের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, করোনার নয়া প্রজাতিতেই তিনি আক্রান্ত হতে পারেন।

জানা গিয়েছে, কিছুদিন আগেই চিন থেকে ভারতে ফিরেছেন আগ্রার বাসিন্দা এক যুবক। ফেরার পরেই করোনায় সংক্রমিত হয়েছেন তিনি। এখন আপাতত নিভৃতবাসে রয়েছেন। আর যুবকের বাড়ি সিল করেছে প্রশাসন। চিন থেকে দিল্লি হয়ে আগ্রায় ফেরার পর একটি বেসরকারি ল্যাবে তাঁর করোনা পরীক্ষা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসে। ওই যুবক বিএফ.৭-এ আক্রান্ত হতে পারেন বলে অনুমান করা হচ্ছে তাই সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার।

সব মিলিয়ে চিনের করোনা সংক্রমণের গতি চিন্তা বাড়িয়েছে ভারতের। আবার কি ২০২০ সালের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে, এই প্রশ্ন উঠে গিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বললেও এই আশ্বাস দিয়েছে যে, আগের পরিস্থিতি ফিরবে না। তবে মানুষকে আবার আগের মতোই সচেতন হতে হবে।