করোনা আবহে অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য নয়া ভাবনা রাজ্যের তরফে

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাস তার তান্ডব চালিয়েছে দেশ জুড়ে। যথারীতি তার প্রকোপ পড়েছে এই রাজ্যেও। এই সংক্রমণ বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনো পর্যন্ত প্রত্যেকদিন মৃত্যুর খবর আসছে। এই পরিস্থিতিতে এমন বহু শিশু রয়েছে রাজ্যে যারা অনাথ হয়েছে, তাদের দেখভাল করার লোকের অভাব। সেই সমস্ত শিশু বা নাবালকদের দেখভাল করার জন্য জরুরী অ্যাপের ব্যবস্থা করল রাজ্য সরকার। এই অ্যাপে অনাথ শিশুদের সম্পর্কে যাবতীয় তথ্য মিলবে। তাদের দেখভাল এবং তাদের ওপর রাজ্যের নজর রাখার জন্যই এই অ্যাপের ব্যবস্থা।

অনাথ শিশুদের দেখভাল করার জন্য রাজ্য সরকার যে অ্যাপ এনেছে তার নাম ‘স্নেহছায়া’। রাজ্যের নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতর এই অ্যাপের ব্যবস্থা করেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনাথ হয়ে পড়া প্রায় ৭ হাজার শিশুকে চিহ্নিত করা হয়েছে এবং আরো খোঁজখবর চালাচ্ছে সরকার। পরীক্ষামূলক ভাবে রাজ্যের একাধিক জেলা যেমন বর্ধমান পূর্ব এবং পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়ায় এই অ্যাপ কাজ শুরু করেছে।

এই পরিস্থিতিতে বাবা এবং মাকে হারানো শিশুর মানসিক অবস্থা কেমন, তাদের পড়াশোনা কতদূর হচ্ছে বা কারোর আর্থিক সমস্যা আছে কিনা সেই সব ব্যাপারে নজর রাখবে এই অ্যাপ। এখান থেকেই তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেবে নবান্ন। গত বছর থেকেই এমন অনেক খবর আসছিল যেখানে শোনা গিয়েছিল যে করোনা ভাইরাস সংক্রমণে বাবা এবং মাকে হারিয়ে অনেক শিশুই প্রবল সমস্যার মধ্যে পড়েছে স্বাভাবিকভাবেই। তখন থেকেই এই রকম একটি অ্যাপের ব্যবস্থা চালু করার কথা ভাবে রাজ্য সরকার।

রাজ্য সরকারের এই পদক্ষেপকে অধিকাংশ রাজ্যের মানুষ স্বাগত জানিয়েছে। তবে অনেকের বক্তব্য, শুধুমাত্র করোনা ভাইরাস সংক্রমণে বাবা-মাকে হারানো শিশুরা নয়, মূলত অনাথ শিশুদের জন্যই এই অ্যাপ চালু করা উচিত। এমন অনেক শিশু রয়েছে যারা করোনা ভাইরাস সংক্রমণের আগেই বাবা-মাকে হারিয়েছে। তাদের দেখভালের জন্য যাতে সরকার এগিয়ে আসে সেই বার্তা দিয়েছে অনেক নেটিজেন।