অ্যাডিনোভাইরাস নিয়ে জারি হল নয়া নির্দেশিকা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার নতুন করে রাজ্যে জুড়ে অ্যাডিনোভাইরাস নিয়ে বাংলায় আতঙ্ক বাড়ছিল। এই কারণে কিছুদিন আগেই একাধিক সতর্কবার্তা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় নয়া নির্দেশিকা জারি করল তারা। রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশিকা।

আগে যে নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য ভবন তাতে বলা হয়েছিল রাত ১২টা থেকে পরের দিন রাত ১২টার হিসেবে প্রতিদিনের রিপোর্ট করতে হবে। আর নির্দিষ্ট স্বাস্থ্যকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ইমেলে পাঠাতে হবে সেই নথি। সব হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখতে হবে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হলে, মহিলা মেডিসিন ওয়ার্ডে শিশুরোগ বিভাগ খুলতে হবে। পাশাপাশি, ভেন্টিলেটর ঠিকমতো কাজ করছে কি না, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

কোভিড আতঙ্ক কার্যত কাটিয়ে ওঠার পর এখন রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। কলকাতা হোক কিংবা জেলা, হাসপাতালগুলিতে বাড়ছে শিশু রোগীদের সংখ্যা। তবে এতে শুধু বাচ্চারাই আক্রান্ত হচ্ছে তাই নয়, বয়স্করাও রেহাই পাচ্ছে না। ইতিমধ্যে কয়েকজন শিশুর মৃত্যু পর্যন্ত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এই অ্যাডিনোভাইরাসের জন্য দায়ী দু’টি মারাত্মক স্ট্রেন হল, টাইপ ৩ এবং টাইপ ৭।