করোনা সংক্রমণকে রুখতে নয়া নির্দেশিকা রাজ্যের তরফে

বাড়তে থাকা করোনা সংক্রমণকে রুখতে মরিয়া হয়ে উঠছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শরীরে করোনার উপসর্গ রয়েছে এমন সকলকে কোভিড পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক সংশোধিত নির্দেশিকায় এমনটা জানান হয়েছে। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সী ও ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত কোনও ব্যাক্তি কোভিড রোগীর সংস্পর্শে এলে তাদেরও পরীক্ষা করানো প্রয়োজন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এক্ষেত্রে ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস, ক্যানসার রোগকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

এর পাশাপাশি উপসর্গহীন ও শুকনো কাশি, নাক বন্ধ, গলা ব্যাথা, জ্বর, ডায়রিয়া, স্বাদ-গন্ধ চলে যাওয়ার মত মৃদু উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে নিভৃতবাসে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, টানা সাত দিনের বেশি জ্বর, প্রচন্ড কাশি, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করার মত উপসর্গগুলিকে করোনা আক্রান্তদের বিপদের লক্ষণ বলে নির্দেশিকায় বলা হয়েছে। শ্বাস-প্রশ্বাসের হার মিনিটে ২৪-এর বেশির মত সমস্যা থাকলে রোগীকে আবশ্যিক ভাবে হাসপাতালে ভর্তি করার কথা বলা হয়েছে। আসলে চলতি সপ্তাহেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পরামর্শে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে কোভিড পরীক্ষা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, উপসর্গহীন এবং মৃদু উপসর্গ রয়েছে এমন করোনা আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে থাকতে হবে৷ যাঁদের কোমর্বিডিটি আছে, সেই সকল ব্যক্তিদের বাড়িতে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সিস্টোলিথ রক্তচাপ ১০০-র কম, অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের কম থাকলেও রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়েছে৷