নতুন অতিথির আগমন ঘটলো রাজপরিবারে

খুশির খবর। তিন বছর আগে বিয়ে করে রাজপরিবারে এসেছিলেন তিনি। এবার তিনি তার পরবর্তী জীবনে পদার্পণ করলেন। দ্বিতীয়বার মা হলেন তিনি। এক ফুটফুটে কন্যাসন্তানের  জন্ম দিলেন মেগান মর্কেল। খুশির হাওয়া এল ব্রিটেনের রাজপরিবারে। সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল -এর সংসারে এল নতুন অতিথি। নিজেদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানিয়েছেন প্রিন্স হ্যারি এবং মেগান। মা এবং শিশু দু’জনেই সুস্থ রয়েছেন। রানি এলিজাবেথ এবং প্রিন্স হ্যারির মা প্রয়াত প্রিন্সেস ডায়না- দুজনের নাম মিলিয়ে রাজ পরিবারের নতুন অতিথির নামকরণ করা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়না মাউন্টব্যাটেন-উইন্ডসোর।

বিশ্বজুড়ে অনেকেই প্রিন্স হ্যারি এবং মেগানকে শুভেচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যে হ্যারি-মেগানকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ব্রিটেনের রাজপরিবার, প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে মার্কিন অভিনেত্রী মেগানকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন প্রিন্স হ্যারি।