পরীক্ষা শুরুর আগেই নয়া আতঙ্ক পড়ুয়াদের মধ্যে

শুরু হয়েছে নতুন বছর। এবার পালা শুরু পরীক্ষা পর্বের। বলতে গেলে হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় চালাচ্ছে প্রস্তুতি। আর তার আগেই শুরু হল অ্যাডমিট বিভ্রাট।

মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের প্রধান শিক্ষকদের মধ্যে চলা তর্ক বিতর্কের মাঝে অস্বস্তিতে পড়ুয়ারা। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, নির্দেশিকা না মানা হলে দেওয়া হবেনা অ্যাডমিট কার্ড। গত বছরের শেষের দিকেই পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিক পরীক্ষার আগে প্রধান শিক্ষক, শিক্ষিকা বা টিচার ইনচার্জদের একটি মুচলেকা দিতে হবে।

এদিকে পরীক্ষার আগে আগে বেঁকে বসেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। পর্ষদের ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট নিতে গিয়ে তারা সাফ জানিয়েছেন যে, কোনও মুচলেকা তারা দিতে পারবেননা। এখন পর্ষদ ও শিক্ষকদের এই টানাপোড়েন না মিটলে পড়ুয়ারা যে ভালোরকম ফ্যাসাদে পড়বে সেকথা বলাই বাহুল্য।