জিও-বিপি’র অ্যাক্টিভ টেকনোলিযুক্ত নতুন ডিজেল

জিও-বিপি লঞ্চ করল অ্যাক্টিভ টেকনোলজিযুক্ত নতুন ডিজেল, যা ভারতে ডিজেলের গ্রহণীয় মান বৃদ্ধি করবে। নতুন লঞ্চ হওয়া অ্যাডিটিভাইজড ডিজেল পাওয়া যাবে দেশে কোম্পানির নেটওয়ার্ক জুড়ে এবং তা উন্নীত ফুয়েল ইকোনমির কারণে বছরে গাড়িপ্রতি ১.১ লক্ষ টাকা অবধি সাশ্রয় করবে। এই হাই-পারফর্ম্যান্স ডিজেল পাওয়া যাবে সকল জিও-বিপি আউটলেটে, কোনও বাড়তি মূল্য ব্যতিরেকেই।

জিও-বিপি আউটলেটের অ্যাক্টিভ টেকনোলজিযুক্ত ডিজেল ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ থেকে জমে থাকা ময়লা সরিয়ে ফেলে ও ময়লা জমতে বাধা দেয়, ফলে রক্ষনাবেক্ষণের ব্যয় হ্রাস পায়। কমার্সিয়াল ভেহিকেলে কার্যকর এই ডিজেল ইঞ্জিনের শক্তিবৃদ্ধি করে ও রক্ষনাবেক্ষণের ব্যয় হ্রাস-সহ নানাভাবে ড্রাইভার ও ফ্লিট-ওনারদের সহায়তা প্রদান করে।

জিও-বিপি’র অ্যাক্টিভ টেকনোলজিযুক্ত ডিজেল ভারতের ভেহিকেলগুলির জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা ইঞ্জিনের ময়লা দূর করে ও ইঞ্জিনকে পরিষ্কার রাখে।