গঠিত হলো নয়া কমিটি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল।

সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে গড়ে দিয়েছেন আইনি পরামর্শদাতা কমিটি। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন রাজ্যের ছয়জন মন্ত্রী। রাজ্য সরকারের নানান দফতরের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। সেসব মামলার ওপর নজরদারি চালাতেই আইনি পরামর্শদাতা কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যসচিবের নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন রাজ্যের ছয় মন্ত্রী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক এবং শশী পাঁজা। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। এই দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েটের। শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের নানান পুরসভায় নিয়োগ নিয়েও মামলা চলছে।