টয়োটা কির্লোস্কর মোটরের নিউ ক্যামরি হাইব্রিড

টয়োটা কির্লোস্কর মোটর এবার নিয়ে এলো একেবারে নতুন গাড়ি – নিউ ক্যামরি হাইব্রিড। শুধু ডিজাইনে পরিবর্তন নয়, এই সিডানে দেখা যাবে পাওয়ার, লাক্সারি, স্টাইল, এলিগ্যান্স ও ইন্টেলিজেন্সের সমাহার।

গাড়ির বহির্ভাগে থাকা নতুন ডিজাইনের ফ্রন্ট বাম্পার, গ্রিল ও অ্যালয় হুইলে ক্যামরি হাইব্রিডের বোল্ড ও সফিস্টিকেটেড লুক আরও বৃদ্ধি পেয়েছে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার দিকে লক্ষ্য রেখে ইন্টেরিয়রের ডিজাইনেও বদল আনা হয়েছে। রয়েছে ‘ফ্লোটিং টাইপ’ বড়মাপের ৯-ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, যা অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে’র সঙ্গে সাযুজ্যপূর্ণ।

এই সেলফ-চার্জিং হাইব্রিড ইলেক্ট্রিক সিডান এখন পাওয়া যাচ্ছে মেটাল স্ট্রিম মেটালিক এক্সটেরিয়র কলারে, সেইসঙ্গে আগের কলারগুলি তো রয়েইছে – প্লাটিনাম হোয়াইট পার্ল, সিলভার মেটালিক, গ্রাফাইট মেটালিক, রেড মাইকা, অ্যাটিচ্যুড ব্ল্যাক ও বার্নিং ব্ল্যাক। ভেহিকেলটি চলবে ২.৫ লিটার, ৪-সিলিন্ডার গ্যাসোলিন হাইব্রিড ডায়নামিক ফোর্স ইঞ্জিনে, যার সঙ্গে থাকছে পাওয়ারফুল মোটর জেনারেটর। গ্রাহকরা নিজেদের ইচ্ছেমতো তিনটি ড্রাইভিং মোড থেকে একটি বেছে নিতে পারেন – স্পোর্ট, ইকো ও নর্মাল। নিউ ক্যামরি হাইব্রিডে একগুচ্ছ অ্যাক্টিভ ও প্যাসিভ সেফটি সিস্টেম রাখা হয়েছে। এর ব্যাটারির সঙ্গে রয়েছে ৮ বছরের অথবা ১,৬০,০০০ কিলোমিটারের ওয়ারেন্টি। নিউ টয়োটা ক্যামরি হাইব্রিডের বুকিং চলছে।