নয়া ঘোষণা, রাম মন্দির নিয়ে বড় পদক্ষেপ যোগির

ঘোষিত হওয়ার পর থেকেই, ঝড়ের বেগে চলছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী জানুয়ারির মাঝামাঝি নাগাদ নতুন মন্দিরের উদ্বোধন করবেন। পরদিন থেকে মন্দিরের আংশিক এলাকা ভক্তদের জন্যও উম্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কমিটি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ প্রতি তিন মাস অন্তর অযোধ্যায় গিয়ে মন্দির নির্মাণ সহ অযোধ্যার সামগ্রিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। সেই কাজে মুখ্যমন্ত্রী এখন অযোধ্যানগরীতে। সেখানে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বলেছেন, নতুন রাম মন্দির চালু হওয়ার পর হিন্দুদের অযোধ্যা ভ্রমণের ঢল নামবে।

তাদের ভাবাবেগ এবং খাদ্যাভাসের কথা বিবেচনায় রেখেই এই নগরীতে মদ ও মাংস বিক্রি বন্ধ হওয়া দরকার। আধিকারিকদের সেই মতো পদক্ষেপ করারও নির্দেশ দেন তিনি। অযোধ্যায় এইসব জিনিস বিক্রি বন্ধ হলে বিক্রেতাদের এককালীন ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে সরকার।