রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
এবার এই রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল সুপ্রিম কোর্ট। একাধিক রাজ্য এবং কেন্দ্র শাসিত রাজ্যগুলির উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে। পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে শ্রমিকদের দু’মাসের মধ্যে রেশন কার্ড সরবরাহ করতে হবে। এই কাজ করতে হবে ই-শ্রম পোর্টালের মাধ্যমে। শীর্ষ আদালতের তরফে আরও জানানো হয়েছে, ২০ এপ্রিল, ২০২৩ সালে আদালতের নির্দেশ মেনে চলতে ব্যর্থ হয়েছে।