নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-ভাগ্য কার্যত পরোক্ষভাবে কলকাতা হাইকোর্টেই ঝুলে রইল।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডি, এরপর সিবিআইয়ের হাতে গ্রেফতার হন এই রাজ্যের এই দাপুটে রাজনীতিক। বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে তিনি জামিনের আর্জি জানান। তবে জানা যাচ্ছে, কার এজলাসে সেই শুনানি হবে, সেটা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

জানা যাচ্ছে, কোন এজলাসে সিবিআইয়ের মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিনের আবেদনের শুনানি হবে সেটা ঠিক না হওয়া অবধি শুনানি স্থগিত থাকবে। বিচার ভবনে আগামী ৫ ডিসেম্বর জামিনের মামলার পরবর্তী শুনানি রয়েছে।