বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। কিন্তু এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের তরফে নয়া ঘোষণা। পুরোনো পেনশন স্কিম বনাম জাতীয় পেনশন স্কিমের রাজনীতির মধ্যে, ভারত সরকারের আধিকারিকরা একটি স্বস্তির কথা জানিয়েছেন।
সরকারি অধিকারিকরা জানিয়েছেন যে, তাঁরা নিউ মার্কেট লিঙ্কড পেনশন স্কিমে পরিবর্তনের ক্ষেত্রে বিবেচনা করছেন। তাঁরা জানান, এই পরিবর্তনগুলি সুনিশ্চিত করবে যাতে কর্মচারীরা তাঁদের লাস্ট স্যালারির ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত ন্যূনতম পেনশন পান। ইতিমধ্যেই রয়টার্সের একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।
যদিও, আধিকারিকরা এটাও স্পষ্ট করেছেন যে, সরকার পুরানো পেনশন প্রকল্পের দিকে ফিরে আসবে না। দেশে বিরোধী শাসিত কয়েকটি রাজ্য ইতিমধ্যেই পুরোনো পেনশন স্কিমে প্রত্যাবর্তন করেছে। এমনকি, অনেক বিজেপি শাসিত রাজ্যও জাতীয় পেনশন স্কিম নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে।