বেশ কিছু মাস ধরেই কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে বিরোধিতা করছে কৃষকরা। কেন্দ্রীয় সরকারের তরফে কৃষি আইনের নিয়ম মানতে নারাজ কৃষকরা। তবে এবার কৃষকদের দাবি শুধু কৃষি আইনের বিরোধিতাই নয়, সরকারের একাধিক অর্থনৈতিক পরিকল্পনার বিরুদ্ধে এবার সুর চড়াতে শুরু করেছে কৃষক সংগঠনগুলি। আগামী ৫ই সেপ্টেম্বর নতুন করে আন্দোলনের কিছু বিষয় সংযুক্ত হতে পারে। সেদিন উত্তরপ্রদেশের মজফ্ফরনগরে কৃষকদের মহা পঞ্চায়েত কর্মসূচি পালিত হবে।
আন্দোলনকারী কৃষক নেতা গুরনাম সিং চারুনি সাফ জানিয়েছেন, পুলিশ দিয়ে কৃষক নেতাদের খুন করতে চাইছে সরকার। হরিয়ানায় চিরদিনই কৃষকরা নানা কর্মসূচি নিয়েছেন। কিন্তু পুলিশের এই নির্মমতা আগে দেখিনি। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেন, সরকারি তালিবান আর তাদের কমান্ডারদের চিনে ফেলেছি। কৃষক নেতাদের অভিযোগ, হরিয়ানায় সুশীল কাজল নামে এক আন্দোলনকারী পুলিশের আঘাতে মারা গিয়েছেন। প্রসঙ্গত গত নভেম্বর থেকেই মূলত হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশের কৃষকরা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন।