বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালন করা হলো নেতাজির জন্মদিন

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারিভাবে জলপাইগুড়িতে পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন।মঙ্গলবার এই উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।জলপাইগুড়ি জেলা পরিষদ ভবন প্রাঙ্গণেও এদিন পালন‌ করা‌ হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম‌ জন্মদিন।উপস্থিত ছিলেন সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন।

জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতাজির প্রতি‌ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়েছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস দপ্তরেও‌। মহান স্বাধীনতা সংগ্রামীর‌ প্রতি‌ শ্রদ্ধা জানান জেলা কংগ্রেসের‌ বিভিন্ন নেতা কর্মীরা।জলপাইগুড়ি পরসভার‌ বিভিন্ন ওয়ার্ডে এদিন পালন‌ করা‌ হয়েছে নেতাজির‌ জন্মদিন। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রমোদ মণ্ডল জাতীয় পতাকা উত্তোলন করেন।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিন পালন করা হলো ৬ নম্বর ওয়ার্ডেও।এরই পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে  পালন করা হয়। উপস্থিত সারা ভারত  ফরওয়ার্ড ব্লক ও বাম নেতাকর্মীরা।