NestléMILKYBAR-এর নতুন ক্যাম্পেন

Nestlé MILKYBAR-এর নতুন ক্যাম্পেনের ট্যাগ লাইন হল ‘ইমাজিন কারো, কুচ নয়া শিখো’ একজন সন্তানের জীবনে তার ম্যায়ের ভূমিকা সবসময় ভীষণ গুরুত্বপূর্ণ।

নতুন MILKYBAR-এর এই নতুন ক্যাম্পেনটি মা এবং শিশুর সম্পর্কে হাইলাইটের মাধ্যমে জীবন্ত করে তুলেছে।

Nestlé ইন্ডিয়ার কনফেকশনারি বিভাগের বিজনেস হেড রূপালী রত্তন বলেন, MILKYBAR-এর এই নতুন ক্যাম্পেনের মাধ্যমে আমরা মা ও শিশুর সম্পর্ককে দৃঢ় করে তুলতে চাই।