নেহরুর ‘উন্নয়ন মডেল’ আসলে – ‘নেহরু বিদেশ নীতি’ নির্মাণ 

 দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাষ্যকে বদলে দেওয়ার চেষ্টাকে নরেন্দ্র মোদী সরকার যে অগ্রাধিকার দেয়, এমন ইঙ্গিত বার বার মিলেছে। শনিবারও প্রধানমন্ত্রী সংবিধান নিয়ে তাঁর ভাষ্যে বার বার নেহরু-গান্ধী পরিবারকে নিশানা করেছেন। এর পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নেহরুর উন্নয়নের মডেল তথা বিদেশনীতি নিয়েই প্রশ্ন তুললেন। তাঁর দাবি, নেহরুর ‘উন্নয়ন মডেল’ আসলে একটি ‘নেহরু বিদেশ নীতি’ নির্মাণ করেছিল। যা সংশোধন করার কাজ শুরু করেছে বর্তমান সরকার। বিদেশমন্ত্রীর কথায়, ‘ঘরে’র পাশাপাশি, ‘বিদেশের মাটিতেও’ নেহরুর সেই উন্নয়ন মডেল সংস্কারের কাজ শুরু করেছেন তাঁরা।

শনিবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। ‘দ্য নেহরু ডেভেলপমেন্ট মডেল’ শীর্ষক ওই বইটির লেখক নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া। জয়শঙ্কর বলেন, এই বইয়ে লেখক নিজেই ইঙ্গিত দিয়েছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুর পছন্দগুলি ভারতকে একটি ‘নির্ণায়ক পথে’ এগিয়ে নিয়ে গিয়েছিল। তাঁর কথায়, ‘‘এই মডেল এবং সেই সম্পর্কে যে ভাষ্যটি গড়ে তোলা হয়েছিল, তা আমাদের রাজনীতি, আমলাতন্ত্র এবং অবশ্যই পরিকল্পনা, বিচার ব্যবস্থা, নাগরিক বিষয়সমূহ এবং প্রায় সমস্ত শিক্ষাকেই প্রভাবিত করেছে।’’

এই প্রসঙ্গে চিন ও রাশিয়ার অর্থনীতি কথাও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেছেন, বর্তমানে এই দু’টি দেশই সেই সময়কার অর্থনৈতিক নীতি ‘ব্যাপক ভাবে প্রত্যাখ্যান’ করেছে। কিন্তু, আজও ভারতের প্রভাবশালীদের একটা অংশের মধ্যে সেই সময়ের ভাবনাগুলি ‘জিইয়ে রাখা হয়েছে’ বলে মনে করছেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর দাবি, নেহরু মডেল-এ যে ভুলগুলি ছিল, বর্তমান সরকার ২০১৪ সাল থেকেই সেগুলি সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে।