১৪ ঘণ্টা বন্ধ থাকবে NEFT

আগামী রবিবার কিছু সময়ের জন্য বন্ধ থাকবে NEFT পরিষেবা। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ২৩ মে ১৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT) পরিষেবা। আরবিআই (RBI) জানিয়েছে, শনিবার ২২ মে রাত ১২ টার পর থেকেই রবিবার ২৩ মে দুপুর ২ টো পর্যন্ত NEFT পরিষেবা বন্ধ থাকবে। NEFT-র টেকনিক্য়াল আপগ্রেডের জন্য়ই সাময়িক ভাবে এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি আরবিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাংকগুলো যেন তাদের গ্রাহককে এই আপগ্রেডের বিষয়ে সূচিত করে। নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ ২৩ মে দুপুর ২ টোর পরে গ্রাহকেরা আবার NEFT পরিষেবার সুবিধা নিতে পারবেন। তবে এই সময়ের মধ্যে আরটিজিএস সিস্টেম যথারীতি চালু থাকবে।

NEFT এমন এক ধরনের পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। ইন্টারনেট ব্যাংকিং অথবা ব্যাঙ্কের শাখা মারফত লেনদেন করে এই পরিষেবার সুবিধা নেওয়া যায় ৷ এই পরিষেবার মাধ্যমে কেউ টাকা পাঠালে তা ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যায় প্রাপকের কাছে৷ এক্ষেত্রে ন্যূনতম অথবা সর্বাধিক কত বার লেনদেন করা যাবে সে ব্যাপারে কোনও সীমা ঠিক করা নেই, তবে কিছু কিছু ব্যাংক এ ব্যাপারে নির্দিষ্ট লিমিট রাখে৷