NEET পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

পশ্চিমবঙ্গে ১১ ও ১২‌ সেপ্টেম্বর পালিত হবে সাপ্তাহিক লকডাউন। তাতেই বিপাকে পড়েছেন দূর–দূরান্তের পরীক্ষার্থীরা। কারন ১৩ সেপ্টেম্বর, রবিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ NEET। তাঁদের কথা ভেবেই কলকাতায় রাত্রিবাসের বিশেষ উদ্যোগ নিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (‌আইএমএ)‌ পশ্চিমবঙ্গ শাখা।

বুধবার তৃণমূল সাংসদ তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও বর্তমান রাজ্য সম্পাদক ডাঃ শান্তনু সেন জানান, কলকাতায় আইএমএ–র গেস্ট হাউসে পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। থাকছে বিশেষ ছাড়ের সুবিধা। পরীক্ষার দিন এবং তার আগের দিন রাতে আইএমএ–র গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এই পরিষেবা পেতে ১১ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধে ৬টার মধ্যে ৮২৪০৭১৬৩৫০— এই নম্বরে মেসেজ পাঠাতে হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন।