বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফিরলেন ভারতীয়রা

Estimated read time 1 min read

অবশেষে স্বস্তি! বাংলা থেকে দেশে ফিরেছেন ২০৫ জন ভারতীয়! বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা থেকে দিল্লি ফিরে আসেন। যাত্রী তালিকাতে ছয় জন শিশুও রয়েছে। এয়ারলাইন্সের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিমানটি মধ্যরাতের পর ঢাকায় পৌঁছায়, সেখান থেকে ভারতীয়দের নিয়ে ফিরে আসে দিল্লিতে।

সূত্রের খবর থেকে জানা গেছে, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, বর্তমানে ওই রুটে প্রতিদিন মাত্র দুটি ফ্লাইট চলাচল করছে। এছাড়াও, ভিস্তারা এবং ইন্ডিগোও বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু করার পথে রয়েছে। একটি ভিস্তারা ফ্লাইট প্রতিদিন মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। এছাড়া দিল্লি ও ঢাকার মধ্যে সাপ্তাহিক তিনটি ফ্লাইট চলবে। সাধারণত ইন্ডিগো এয়ারলাইন্সের দিল্লি, মুম্বাই এবং চেন্নাই থেকে ঢাকায় প্রতিদিন তিনটি ফ্লাইট রয়েছে। কলকাতা থেকে ঢাকায় প্রতিদিন দুটি ফ্লাইট রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে দৈনিক কতটি ফ্লাইট পরিচালনা করা হবে তা বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, সোমবার বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর সতর্কতা জারি করেছিল বিএসএফ। বাংলাদেশে উত্তাল পরিস্থিতির কারণে বিমান চলাচলও বন্ধ রয়েছে। ভারত থেকে বাংলাদেশগামী ট্রেন ও বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুই দেশেই আটকে পড়েছেন বহু নাগরিক। তবে মঙ্গলবার বিকেল থেকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পেট্রাপোল, বেনাপোল, হেলি স্থলবন্দরের গেটগুলো খুলে দেওয়া হয়েছে। বুধবার থেকে বিমান পরিষেবাও শুরু হয়েছে।

You May Also Like

More From Author