অস্থায়ীভাবে বন্ধ নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্র

Estimated read time 1 min read

শিলিগুড়ি:- নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের ন্যায্যমূল্যের ঔষধ সেবা কেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ হলো।নোটিশ ঝুলিয়ে পরিষেবা বন্ধ করার ঘোষণা দোকানের সামনে! পরিষেবা বন্ধ হতেই সমস্যায় রোগী ও রোগীর পরিজনেরা। ঔষধ নিতে এসে ঘুরে যেতে হচ্ছে সকলকেই।

২০১৪ সালে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ন্যায্যমূল্যের ঔষধ সেবা কেন্দ্রের উদ্বোধন হয়। ৬০ শতাংশ কম দামে ঔষধ পাওয়া যেত, পরিষেবা বন্ধ হ‌ওয়ায় অসুবিধা বাড়বে মত সকলের! দ্রুত এই সেবা চালু করার দাবি জানান রোগীর পরিজনেরা। তবে টেন্ডার শেষ হ‌ওয়ার জন্য এই পরিষেবা বন্ধ রয়েছে।

আশা করছি দ্রুত সমাধান হবে এবং ন্যায্যমূল্যের ঔষধ সেবা কেন্দ্র চালু হবে টেলিফোনে জানান নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ কুন্তল ঘোষ।

You May Also Like

More From Author