ভেজাল চা বিক্রি রুখতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন

চা মানেই সবার আগে মনে পরে দার্জিলিং-এর চা স্বাদে। বিশেষ করে চা প্রেমীদের কাছে এই চায়ের তুলনা নেই। দার্জিলিং-এ ঘুরতে এলেই পর্যটকদেরও ভিড় উপচে পড়ে চায়ের দোকানগুলিতে। কিন্তু এবার এই চা নিয়েই উঠল এক গুরুতর অভিযোগ। তারপরেই বড় সিদ্ধান্ত নিল নবান্ন।

নেপাল এবং অসম থেকে কীটনাশক মেশানো চা চোরা পথে ঢুকে পড়ছে দার্জিলিংয়ে। আর বিক্রি হচ্ছে দার্জিলিং চা হিসাবে। এই অভিযোগ সামনে আসতেই এবার নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। চোরা পথে আসা, কীটনাশক মিশ্রিত চা বিক্রি বন্ধ করতে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছেন নবান্ন। চা শিল্পের উন্নয়ন এবং তার গুণগত মান-ও যাচাই করবে এই টাস্ক ফোর্স।

একইসাথে এই সমস্ত চায়ের জন্য পরীক্ষাগার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দার্জিলিংয়ে কীটনাশক মিশ্রিত চা বিক্রির অভিযোগ মিলতেই চা বাগান এবং চা শিল্প নিয়ে বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।