ডাবল চেকিং-এর নির্দেশ দিলো নবান্ন

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম। কিছুদিন আগেই ট্যাব কেলেঙ্কারিতে প্রশ্নের মুখে পড়েছে ছিল পশ্চিমবঙ্গ সরকার।

এই পরিস্থিতিতে সরকারি প্রকল্পে টাকা নয় ছয় রুখতে সুরক্ষা বিধি সংক্রান্ত নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর। এক্ষেত্রে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে। এবার এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানোর ব্যাপারে প্রত্যেকটি দপ্তরকে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নবান্ন।

পাশাপাশি সরকারের তরফ থেকে যিনি তথ্য নথিবদ্ধ করেন বা যার হাত দিয়ে এই সমস্ত তথ্য অনুমোদিত হচ্ছে তাদের চিহ্নিত এবং দায়বদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সবমিলিয়ে অর্থ দপ্তরের তরফ থেকে ১৬ দফা করণীয় অর্থাৎ এসপি চূড়ান্ত করা হয়েছে।