বরফের চাদরে ঢাকা পড়েছে সিকিমের নাথু লা, লাচুং, লাচেন

উত্তর সিকিমে প্রবল তুষারপাত। বরফের চাদরে ঢাকা পড়েছে নাথু লা, লাচুং, লাচেনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। তুষারের ফলে বন্ধ হয়েছে একাধিক রাস্তা। বিপদের ঝুঁকি থাকায় রাতারাতি বন্ধ করা হলো নাথু লা এবং ছাঙ্গু লেকে পর্যটকদের যাতায়াত। মঙ্গলবার দিনভর ভারী তুষারপাত হয় উত্তর সিকিমে বিভিন্ন স্থানে। রাতে চলা তুষারপাতে হুহু করে নেমেছে তাপমাত্রার পারদ। স্থানীয় সূত্রে খবর নাথু লা, ছাঙ্গু লেক ও ১৫ মাইল যাওয়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে। আরো জানা যায় নর্থ সিকিমে বরফ পরিষ্কার করে রাস্তা সাফাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে । তবে প্রশাসনের সূত্রে খবর, বিপদ এড়াতে আপাতত ছাঙ্গু ও নাথু লা যাওয়ার রাস্তা বন্ধ রাখা হচ্ছে। এই পথে যান চলাচল পর্যটকদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে কোনও পারমিট আর ইস্যু করা হবে না। নতুন করে আর কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত নাথু লা ও ছাঙ্গুতে সাময়িক জন্য যাওয়া বন্ধ হলো পর্যটকদের জন্য।