প্রকাশিত হল নেট ফড়িঙের জন্মদিন সংখ্যা ও তিনটি একক কাব্যগ্রন্থ

লেখক ও পাঠকদের ভালোবাসা নিয়ে ষষ্ঠ বর্ষে পৌঁছে গেল অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং। কোচবিহার ফিল্ম সোসাইটি হলঘরে লেখক ও পাঠকদের উপস্থিতিতে প্রকাশিত হল নেট ফড়িং এর জন্মদিন সংখ্যা ও তিনটি একক কাব্যগ্রন্থ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিকেরা। এছাড়া নেট ফড়িং এর নিয়মিত পাঠক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে “বেলা শেষের গান”, “জীবন মনের কবিতা” ও “তুমি যেই এসে দাঁড়ালে” শীর্ষক তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। নেট ফড়িং এর লেখক-লেখিকারা নিজেদের লেখা কবিতা পাঠ করে শোনান, গান, গল্প-আড্ডায় মেতে ওঠেন সকলে নেট ফড়িং এর জন্মদিনের এই অনুষ্ঠানে। এদিন নেট ফড়িং এর শুভাকাঙ্ক্ষীদের ‘ফড়িং বন্ধু’ সম্মাননা ও নেট ফড়িং এর লেখক-লেখিকাদের ‘লেখক সম্মাননা’ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে কাটা হয় ষষ্ঠ বর্ষের বিশেষ কেক সেইসাথে পাঠক ও লেখকরা সমবেতভাবে গেয়ে ওঠেন নেট ফড়িং এর থিম সং ‘নেটে নেটে ঘুরে বেড়ায় নেট ফড়িং। ইতিপূর্বে বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাগুলোর মধ্যে বিশেষ আলোড়ন ফেলেছে নেট ফড়িং। ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে থাকা বাংলা ভাষাভাষী মানুষ নিয়মিতভাবে এই ম্যাগাজিন পড়ছেন। নেট ফড়িং এর সম্পাদক বিক্রম শীল জানান- অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং এর পথ চলা শুরু হয়েছিল ২০১৭ সালের ১০ই সেপ্টেম্বর। সেদিন প্রকাশিত হয় নেট ফড়িং এর প্রথম সংখ্যা। তার পরবর্তীতে অনলাইনের পাশাপাশি প্রকাশ করা হয়েছে বেশ কিছু মুদ্রণ সংখ্যাও। দুর্গা পূজা, বইমেলা, বাংলা নববর্ষে সেই সংখ্যাগুলো প্রকাশিত হয়েছে নতুন আঙ্গিকে। সেইসাথে গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে একক বই এর কাজ। এখন প্রতি মাসেই একটি করে মুদ্রণ সংখ্যাও প্রকাশিত হচ্ছে। কোচবিহার থেকে শুরু হওয়া এই ম্যাগাজিন ইন্টারনেটের সৌজন্যে আজ পৌঁছে গেছে বিশ্বের প্রতিটি প্রান্তে। স্বাভাবিকভাবেই জেলার সাহিত্যপ্রেমী মানুষেরা ভীষণ খুশি ও গর্বিত নেট ফড়িং কে নিয়ে।