- পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম
- পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়
- বিধায়ক মদন মিত্র
- কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ক
নারদ মামলায় চাঞ্চল্যকর মোড়। তোলপাড় রাজ্য- রাজনীতি। এবার নারদ মমলায় মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। নিয়ে যাওয়া হয় সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে৷ রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর গ্রেফতার করা হয় নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীকে। অ্যারেস্ট মেমোতে সই করানো হয় চার নেতা-মন্ত্রীকে। নারদকাণ্ডে আরেক অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই৷ কিছুদিন আগেই এই চারজনের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
অন্যদিকে, ফিরহাদ হাকিমকে আটক করার সময় চেতলায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। ‘ববি হাকিম জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। কোভিড বিধি উপেক্ষা করেই চেতালায় জমায়েত করেন অনেকে। যদিও পুলিশে এসে তাঁদের ছত্রভঙ্গ করে।