এদিকে বাংলায় একের পর এক দুর্নীতির মামলা প্রকাশ্যে আসছে। একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। সম্প্রতি এই দুর্নীতির পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী। এই বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বলেছিলেন যে, তিনি ‘ফকির’।
কিন্তু এখন জানা গেল এই ‘ফকির’ সওয়া দু’কোটির সম্পত্তির মালিক! অথচ তাঁর না আছে বাড়ি, না গাড়ি, বা জমি। তাহলে এত সম্পত্তি এল কোথা থেকে?
সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর এই সম্পত্তির হিসাব দিয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা দেওয়া আছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এর ওয়েবসাইটে।
জানান হয়েছে, ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লক্ষ ৮২ হাজার ৫০৪ টাকা। যদিও তাঁর স্থাবর সম্পত্তি অর্থাৎ নিজস্ব বাড়ি, গাড়ি, জমি কিছুই নেই।
এছাড়াও শেয়ার বা মিউচুয়াল ফান্ডে তাঁর কোনও বিনিয়োগ নেই। এদিকে এই মুহূর্তে তাঁর ব্যাঙ্কে রয়েছে ৪৬ হাজার ৫৫৫ টাকা। ২০২২ সালের ৩১ মার্চ অবধি করা হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে থাকা মোট নগদের পরিমাণ, ৩৫ হাজার ২৫০ টাকা।
তবে প্রধানমন্ত্রীর কাছে ১ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের চারটি সোনার আংটি রয়েছে। জীবন বিমায় তাঁর আছে ১ লক্ষ ৮৯ হাজার ৩০৫ টাকা।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গান্ধীনগরে প্রধানমন্ত্রীর নামে ১৪ হাজার ১২৫ বর্গফুটের যে বাসযোগ্য জমি ছিল, তা তিনি অন্য তিন জনের সঙ্গে যৌথ মালিকানায় কিনেছিলেন ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন।
এই জমিতে প্রত্যেকের ২৫ শতাংশ করে ভাগ ছিল। তবে প্রধানমন্ত্রী এই জমি দান করে দেন পরে। তাই তাঁর নিজস্ব জমি, বাড়ি বলতে কিছুই নেই।