লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এখন থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে সরকারের ‘সুশাসন’-এর বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে বিজেপি কর্মীদের৷
বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে দলীয় কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে নমো বলেন, লোকসভা নির্বাচনের আর বাকি মাত্র ৪০০ দিন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মঙ্গলবার এ কথা জানান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বীস।
এদিনের বৈঠকে আরও একটি গুরুমন্ত্র দিয়েছেন নমো৷ তাঁর নির্দেশ, সংখ্যালঘুদের কাছে পৌঁছে যেতে হবে। তিনি সাফ বলেন, ভোটের আশা না করলেও বিজেপি কর্মীদের মুসলিমদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলতে হবে। লোকসভা নির্বাচনের আগে কোন কোন দিক থেকে দলকে আরও শক্তিশালী হতে হবে, সেই বিষয়ে কর্মসমিতির বৈঠকে