জল্পনার আবহ তুঙ্গে। সরগরম রাজ্য রাজনীতি। তীব্র জল্পনার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিজেপি সর্বভারতীয়-সহ সভাপতি মুকুল রায়ের করোনায় আক্রান্ত অসুস্থ স্ত্রী কৃষ্ণা রায়ের স্ব্যাস্থ পরিস্তিতির খোঁজ নিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করলেন তাঁর দল নেতাকে। বৃহস্পতিবার সকালে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাকে ফোন করেন প্রধানমন্ত্রী। মুকুল রায়ের মনোবল বাড়ানোর চেষ্টা করেন মোদি। উল্লেখ্য, গত ১১ মে থেকে গত ৩ সপ্তাহ ধরেই করোনায় আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী। ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত জটিল হচ্ছে। বুধবারই সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার সন্ধেয় মুকুলপত্নী কৃষ্ণা রায়কে দেখতে বাইপাসের হাসপাতালে আসেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্য অভিষেক যখন হাসপাতালে গিয়েছিলেন তখন মুকুল সেখানে ছিলেন না। কৃষ্ণার চিকিৎসা এবং স্বাস্থ্যের ব্যাপারে মুকুল পুত্র শুভ্রাংশুর সঙ্গেই কথা হয় অভিষেকের। এরপর বুধবার রাত ৯টা নাগাদ বাইপাসের ওই হাসপাতালে পৌঁছন দিলীপ।