আসন্ন নির্বাচন পূর্বে রাজ্যে আসতে চলেছেন নমো

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আসন্ন ডিসেম্বর মাসে মেগা ইভেন্ট করতে চলেছে বিজেপি (BJP)। আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচি নিয়েছে বিভিন্ন সনাতনী সংগঠন।

আর সেখানে উপস্থিত থাকার কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উল্লেখ্য, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, কিন্তু শেষ পর্যন্ত যা খবর, প্রধানমন্ত্রী থাকতে পারেন এই অনুষ্ঠানে। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ নামে একটি সংগঠন এই কর্মসূচি নিয়েছে। সেই সংগঠনের সঙ্গে রয়েছে বাংলার বিভিন্ন মঠ এবং মন্দির।

ওই সংগঠনের সভাপতি তথা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ এই প্রসঙ্গে বলেন, ‘এই কর্মসূচি সকলের জন্য। কোনও রাজনীতি নয়। মানব কল্যাণের লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠান। আমরা প্রথমে ঠিক করেছিলাম মাননীয় রাষ্ট্রপতি আসুন। পরে আমরা প্রধানমন্ত্রীর কথা ভাবি। সব ঠিক থাকলে উনি ওই দিন অনুষ্ঠানে থাকছেন। সকলের সঙ্গে গীতা পাঠে অংশও নেবেন।’