লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।
আগামী ৬ মার্চ উত্তর চব্বিশ পরগনায় একটি মহিলা সমাবেশে ভাষণ দিতে পারেন নরেন্দ্র মোদী। সেখানে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী। মূল মঞ্চের মাঝে তাদের জন্য আলাদা মঞ্চ তৈরি করা হবে।
এর আগে সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তাঁরা দেখা করতে চান, তাহলে আমরা দেখা করাব। তাঁদের ইচ্ছের উপর নির্ভর করছে।’ তিনি জানালেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাবিত জনসভা ১ মার্চ আরামবাগ জেলায় অনুষ্ঠিত হবে। ২ মার্চ কৃষ্ণনগরে তার সভা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি দুটি জনসভাতেই ভাষণ দেবেন এবং কয়েকটি প্রকল্পও জনগণের জন্য উৎসর্গ করবেন।’