বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন নমো

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার, ৩০ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলবে। বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনে আজ কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ কিন্তু মাতৃবিয়োগের ফলে সফর বাতিল করেন নমো৷ বদলে ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি৷

শুক্রবার কলকাতায় এসে বাংলার জন্য ৭৮০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল তাঁর। বদলে আমদাবাদ থেকেই রেল প্রকল্পের উদ্বোধন করেন মোদী। মুখ্যমন্ত্রী মমতার ভাষণের পরেই সবুজ পতাকা নেড়ে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী৷

রেল প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ‘‘জোকা-বিবাদী মেট্রোপথ তৈরিতে ৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। নমামি গঙ্গা প্রকল্পে আদি গঙ্গা সংস্কারের কাজ করা হচ্ছে। নদী পরিষ্কার রাখতে আধুনিক নিকাশি ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। ভারতীয় রেলের পরিকাঠামোকে আধুনিক করতেও রেকর্ড পরমাণে বিনিয়োগ করা হচ্ছে। ভারতীয় রেলকে বিমান পরিষেবার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশনকেও সেই ভাবেই তৈরি করা হচ্ছে। দেশের উন্নতির জন্য রেল পরিষেবার উন্নয়নও অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে ৪৭৫ বন্দে ভারত এক্সপ্রেস বড় ভূমিকা নেবে।’’