বিনামূল্যে রেশন ঘোষণা করলেন নমো

গতবছর লকডাউনে সাধারণ মানুষের পাশে ছিল মোদী সরকার। এবছরও বিপদে সাধারণ মানুষের পাশে আছে কেন্দ্র সরকার আরও একবার তার প্রমাণ দিল। করোনার দ্বিতীয় ঢেউয়েও গরিবদের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত দেশের দরিদ্র সীমার নীচে বসবাসকারী নাগরিকদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করেছেন তিনি। সেক্ষেত্রে দেশের ৮০ কোটি নাগরিক উপকৃত হবেন। প্রত্যেক মাসে এই প্রকল্পের অধীনে থাকা মানুষেরা যে যার সীমা অনুসারে বিনামূল্যে খাদ্যশস্য পাবেন। গত লকডাউনে টানা ছমাস বিনামূল্যে রেশন দিয়েছিল কেন্দ্রের মোদি সরকার।

কেন্দ্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৯.৭ লক্ষ মেট্রিক টন মোটা শস্য বিতরণ করার প্রস্তাব দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠেছে, করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। অভিযোগ উঠেছে বার বার। এবার তাই বিনামূল্যে রেশনের ঘোষণা করে সেই প্রধানমন্ত্রী সেই বৈতরণী পারের চেষ্টা করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।