নাড্ডা সাক্ষাৎ করতে পারেন দিলিপের সঙ্গে

আজ কলকাতা সফরে আসছেন নাড্ডা, জল্পনা বাড়ছে এই কলকাতা সফর ঘিরে। দল থেকে কড়া নির্দেশ দিয়ে, তাকে চুপ করানো নির্দেশের মাঝেই নাড্ডার সাথে সাক্ষাৎ করতে পারেন তিনি। তাঁর মন্তব্যের জন্য বিজেপি দলকে অস্বস্তির পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বহুবার। দিলীপ ঘোষের সাক্ষাৎকার মানেই বিতর্ক। সেই বিতর্ক থেকেই দলকে ‘বাঁচাতে’ বড় সিদ্ধান্ত নিয়েছিল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। আপাতত ‘সেন্সর’ করা হয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। তিনি সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে বা বক্তব্য রাখতে পারবেন না। এই নির্দেশ এসেছিল খোদ সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার থেকেই। এবার তাঁর সঙ্গেই দিলীপের সাক্ষাৎ হতে পারে জল্পনা তৈরি হয়েছে।

‘সেন্সর’ হওয়ার পর প্রথমবার নাড্ডা-দিলীপ বৈঠক হওয়ার সম্ভাবনা বাড়ছে। মঙ্গলবার জে পি নাড্ডা আসছেন কলকাতায়, থাকবেন বৃহস্পতিবার পর্যন্ত। আর এই সময়েই দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক হতে পারে তাঁর বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এই মুহূর্তে সিকিমে সফরে রয়েছেন দিলীপ। কিন্তু তাঁকে কলকাতায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আদৌ এই বৈঠক হবে কিনা তা এখনও সম্পূর্ণ নিশ্চিত নয়। কারণ বৈঠকের সময়, স্থান কিছুই নির্ধারণ করা হয়নি বলেই জানা যাচ্ছে।

কিছুদিন আগেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল যে দিলীপ ঘোষকে বাংলা ছাড়া অন্যান্য রাজ্যের দায়িত্ব নিতে হবে। জানা গিয়েছে, বাংলা ছাড়া অন্য আট রাজ্যের সাংগঠনিক দায়িত্ব সামলাতে হবে তাঁকে। রাজ্যগুলির মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান, মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরা। এক কথায়, বাংলার রাজনীতি থেকে বহু দূরে চলে গিয়েছেন তিনি। কিন্তু মিডিয়াতে তিনি জানিয়েছিলেন যে বাংলাতেই থাকবেন! পাশাপাশি এক জনপ্রিয় সংবাদমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দেন তিনি। তারপরেই তাঁর বিরুদ্ধে নড়ে চড়ে বসে দল।