বয়স মাত্র দু বছর সাত মাস, আর এই বয়সেই ১০০ টি দেশের রাজধানীর নাম, দেশের ২৯ টি রাজ্যের রাজধানীর নাম,২৫ টি ভারতীয় জাতীয় চিহ্নের নাম, ইংরেজি ১২ মাসের নাম ইংরেজি ৭ দিনের নাম, ইংরেজিতে ৬টি ঋতুর নাম অনর্গল বলে দিতে পারে দীপশিখা। আর তার সুবাদে সম্প্রতি তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।
সেই কারণে শংসাপত্র এবং পদকও পেয়েছে দীপশিখা৷ যা পেয়ে খুশি পরিবারের সকলে৷ এই বয়সে শিশুরা ভালো করে কথা বলতে গেলেই হাঁফিয়ে ওঠে, সেই বয়সে তার এই প্রতিভায় বিস্মিত সকলে। তুফানগঞ্জ ১ নং ব্লকের ঘোগার কুঠির বাসিন্দা দিলীপ বর্মন।
যদিও কর্মসূত্রে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ভিন রাজ্যে থাকেন।এরকম এলাকার একটি প্রত্যন্ত গ্রামের শিশুর এই সাফল্য সত্যিই নজরকাড়া বলতেই হয় ৷ সেই নজরকাড়া সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা গ্রাম।