নব দম্পতির রহস্যজনক মৃত্যু শিলিগুড়িতে

নব দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি দেবীডাঙ্গা এলাকায়। এক নব দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম  মশিউর রহমান ও যুবতির নাম নওজাদ নাসরিন ।  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, চলতি মাসের  ৫ তারিখে তাদের বিয়ে হয়। রবিবার সকালে  বাড়ির লোক এবং স্থানীয় বাসিন্দারা দেখতে পান ঘরের ভেতরে স্বামী-স্ত্রী দুজনের দেহ  ঝুলছে। তৎক্ষণাৎ তারা প্রধান নগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠিয়ে দেয় । স্থানীয় ও পরিবারের লোকজনের প্রাথমিক অনুমান গলায় ফাঁস লাগিয়ে দুজন আত্মহত্যা করে। তবে কি কারনে স্বামী-স্ত্রী দুজনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল তা কেউই জানে না । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ